জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিএনপি যেভাবে সেনাবাহিনীকে রেখেছে আসছে নির্বাচনে আমরাও সেভাবে সেনাবাহিনী রাখব। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদুল ফিতরের পর্যালোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।
আসছে নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের সেনা মোতায়েনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি যখন নির্বাচন দিয়েছিল, তখন তারা সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে মোতায়েন করেছিলেন। ঠিক একইভাবে এবার নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন হবে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন মনে করলে সংবিধান অনুযায়ী তা করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’
তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলোয় তিনি যেভাবে সেনাবাহিনী নিয়োগ করেছিলেন আমরাও সেভাবেই করবো।
‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার বড় অংশই আওয়ামী লীগের নেতাদের, তারাই বেশি দুর্নীতি করছেন’- খালেদা জিয়ার এমন দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ওই রেকর্ডটা বিএনপির আছে, আমাদের নেই। তারেক-কোকোর সেই কেচ্ছাকাহিনী সারা দুনিয়া জানে। যেটা আদালতে প্রমাণিত। তাও দেশের আদালতে নয়, সিঙ্গাপুরে প্রমাণিত, আমেরিকায় প্রমাণিত, এফবিআইয়ের সাক্ষ্য থেকে প্রমাণিত। আমাদের এমন কোনো প্রমাণ নেই।
এসএস/সি